অস্ট্রেলিয়ান ওপেন
দাপুটে জয়ে শুরু সাবালেঙ্কার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে প্রথম রাউন্ডের ম্যাচে জয় দিয়ে শুরু করেছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। গত ২৫ বছরের ইতিহাসে কোনো নারী টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি। এবার সেই কীর্তি গড়ার সুযোগ রয়েছে গত দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার সামনে। আসর শুরুর দিনেই কোর্টে নেমে ২০১৭ ইউএস ওপেনজয়ী স্লোয়েন স্টিফেনসকে হারিয়ে শুভসূচনা করেছেন সাবালেঙ্কা।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে নারী টেনিসের নাম্বার ওয়ান তারকা ৭১ মিনিটের ম্যাচটি জিতে নেন ৬-৩ ও ৬-২ গেমের সরাসরি সেটে। রড লেভার অ্যারেনার রাতের সেশনের প্রথম রাউন্ডের এ ম্যাচশেষে বেলারুশ তারকা জানান, ‘সম্ভবত আমি আমার সেরাটা খেলতে পারিনি। এরপরও এখানে ফিরে আসতে পেরে আমি খুশি।’ সবশেষ অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক শিরোপা জিতেছিলেন কিংবদন্তি মার্টিনা হিঙ্গিস। ১৯৯৭-১৯৯৯ আসরে এ কীর্তি গড়েছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে সাবালেঙ্কা মুখোমুখি হবেন স্পেনের জেসিকা মানেইরোর।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে আরো জয় পেয়েছেন স্পেনের ১১তম বাছাই পাউলো বাদোসা চীনের ওয়াংকে ৬-৩, ৭-৬(৭-৫) সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তিনি। এছাড়া আঠার নম্বর বাছাই ক্রোয়েশিয়ার ভেকিচ ৬-৪, ৬-৪, সেটে হারিয়েছেন ফ্রান্সের পেরিকে। পাঁচ নম্বর বাছাই চীনের কুইনওয়েন ঝেং সরাসরি ৭-৬(৭-৩), ৬-১ সেটে হারিয়েছেন রোমানিয়ার টোডোনিকে। ১৪তম বাছাই আন্দ্রেভা ৬-৩, ৬-৩ সেটে জয় তুলে নিয়েছেন বোজকোভার বিপক্ষে। এদিকে পুরুষ এককে জয় পেয়েছেন আলেক্সান্ডার জেভেরেভ, ক্যাসপার রুদ ও আর্থুর ফিলসের মতো তারকারা। অর্থাৎ তেমন কোনো অঘটন ছাড়াই প্রথম দিন পার করেছে অস্ট্রেলিয়ান ওপেন।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেন রবিবার শুরু হলেও এমা রাদুকানুর প্রথম রাউন্ডের ম্যাচ আগামীকাল। তার আগে ব্রিটিশ তরুণী জ¦লছেন পোকার কামড়ে।
রাদুকানুর বলেন, ‘কোনো পোকা বা মশা বা কিছুর কামড়ে ত্বক লাল হয়ে ফুলে গিয়েছে। আমার একটু অ্যালার্জিও আছে। কিন্তু আমি ভয়ে কোনো স্প্রে ওই জায়গায় করছি না। কোন নিষিদ্ধ বস্তু যে কিসে থাকবে, তার ভরসা পাচ্ছি না।’ এই মুহূর্তে টেনিস দুনিয়ার বড় দুই তারকা জ্যানিক সিনার ও ইগা সোয়াটেক ডোপিংয়ে অভিযুক্ত হয়েছিলেন। তাদের বড় শাস্তি না হওয়া নিয়ে আবার ক্ষোভও রয়েছে অনেক টেনিস তারকার মধ্যে। তারই মধ্যে রাদুকানুর সাবধান থাকা নিয়ে চর্চা চলছে মেলবোর্নে। নোভাক জকোভিচের প্রথম রাউন্ডের ম্যাচ আজ, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নীশেষ বাসবরেড্ডির বিরুদ্ধে। তার আগে অ্যান্ডি মারের কোচিংয়ের প্রশংসাও শোনা যাচ্ছে। জকোভিচের খেলা নিয়ে মারে নাকি বেশ অন্য রকম কিছু ইনপুট দিচ্ছেন। যা কাজে লাগাতে চান সার্বিয়ান তারকা।