লেবার পার্টি ছেড়ে নতুন দল গড়ছেন ব্রিটিশ এমপি জারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০২:১০ পিএম

ছবি : সংগৃহীত
ইসরায়েলের বর্বরতার বিরোধীতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি জারা সুলতানা পদত্যাগ করেছেন। সেইসঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনের সঙ্গে মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠনেরও ঘোষণা দিয়েছেন তিনি।
গত বছর ইসরায়েলের সমালোচনা করে লেবার পার্টির হুইপ পদ হারানোর পর থেকে স্বতন্ত্র এমপি হিসেবে কোভেন্ট্রি সাউথের প্রতিনিধিত্ব করছেন জারা সুলতানা। খবর আনাদোলুর।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করছি। দেশের বিভিন্ন স্বতন্ত্র এমপি, কর্মী ও আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে জেরেমি করবিন এবং আমি একসঙ্গে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবো।
তিনি ব্রিটিশ রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ওয়েস্টমিনস্টার ভেঙে পড়েছে, কিন্তু প্রকৃত সংকট আরো গভীর। দুই-দলীয় ব্যবস্থা কেবল ভঙ্গুর প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয় না।
সুলতানা তার এর আগে লেবার পার্টি থেকে সরে আসার কথা উল্লেখ করে বলেন, সে সময় তিনি দুই-সন্তান সুবিধার সীমা বাতিলের পক্ষে ভোট দেন, যা বাস্তবায়িত হলে প্রায় ৪ লাখ শিশু দারিদ্র্য থেকে মুক্তি পেত।
তিনি বলেন, আমি আবারও একই ভোট দিবো। পেনশনভোগীদের শীতকালীন জ্বালানি সহায়তা বাতিলের বিরোধিতাও করেছিলাম। এখন সরকার প্রতিবন্ধী মানুষদের ভোগান্তিতে ফেলতে চায়, তবে কতটা সেটি নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছে না।
বিবৃতিতে তিনি আরো বলেন, আমাদের সঙ্গে যোগ দিন। আইটিভির সঙ্গে আলাপে করবিন বলেন, তারা ইনডিপেনডেন্ট অ্যালায়েন্স গ্রুপের অন্য সদস্যদের সঙ্গে নতুন দল গঠনের বিষয়ে আলোচনা করছেন।
তিনি বলেন, স্বতন্ত্রদের এই দল একত্রিত হবে এবং একটি বিকল্প পথ তৈরি করবে। এই ইনডিপেনডেন্ট অ্যালায়েন্স গ্রুপে অন্য চারজন স্বতন্ত্র এমপি রয়েছেন- শকত আদম (লেসেস্টার সাউথ), আয়ুব খান (বার্মিংহাম পেরি বার), আদনান হুসেইন (ব্ল্যাকবার্ন), ইকবাল মোহাম্মদ (ডিউজবুরি ও ব্যাটলি)।
তারা সবাই সাম্প্রতিক উপনির্বাচনে লেবার প্রার্থীদের পরাজিত করে নির্বাচিত হয়েছেন। মূলত গাজা ইস্যুতে তারা লেবার পার্টির অবস্থানের বিরুদ্ধে সমর্থন পেয়েছেন।