×

ভিডিও

ইসরায়েলের যে গোপন স্থাপনাগুলোতে হামলার জন্য প্রস্তুত ইরানের ক্ষেপণাস্ত্র

Icon

কামরুজ্জামান আরিফ

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম

শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় একযোগে হামলা করে ইসরাইল। এতে তেহরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসি’র প্রধানসহ ২০ জন কমান্ডার, ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শতাধিক। এর জবাবে ইসরায়েলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি ঐ হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আরো ১০০ জন আহত হয়েছে।

পাল্টাপাল্টি হামলায় চরম উত্তেজিত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের গোয়েন্দা বিভাগ দাবি করেছে, তারা ইসরায়েলের সবচেয়ে গোপন পরমাণু ও সামরিক নথিপত্র হাতিয়ে নিয়েছে। শুধু তা-ই নয়, তারা এখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে তেলআবিবের গোপন স্থাপনাগুলোর দিকে। একটিমাত্র নির্বাহী নির্দেশনা—তারপরই অগ্নিপিণ্ডের বৃষ্টিধারা নামবে সকল গোপনীয়তার বস্ত্র খসে "নগ্ন" হয়ে পড়া ইসরায়েলের ওপর।

এই অভাবনীয় ঘোষণার পেছনে রয়েছে ইরানের স্বঘোষিত এক গোয়েন্দা আঘাত। "ইমাম মাহদির অজ্ঞাতনামা সৈনিকরা", যারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ে কাজ করেন, তারা যে আঘাতটি হেনেছেন, তা এতটাই গভীর ও তীব্র যে, জায়নিস্ট শাসকগোষ্ঠী এখনো স্তব্ধ। কোনো পাল্টা প্রতিক্রিয়া নেই, শুধু নীরবতা। আর এই নীরবতাই যেন তাদের ব্যর্থতার নিশ্চুপ স্বীকৃতি। 

এই অভিযানে উদ্ধার করা নথিপত্র এতটাই বিপজ্জনক এবং গভীর যে, এতে রয়েছে ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলো নাম, অবস্থান, পরিচালকদের নাম-ধাম-পরিচয়-ছবি থেকে শুরু করে ভবিষ্যৎ নীল-নকশাপর্যন্ত সব কিছু। কেবল তাই নয়, পাওয়া গেছে সেইসব গবেষণা নথিও, যেখানে দেখা যায় ইসরায়েল কীভাবে মার্কিন ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগসাজশে অবৈধ পরমাণুম বোমা তৈরির রাস্তা ধরে বাধাহীন এগিয়ে চলেছে।

আর এসব তথ্য কীভাবে ইরান হাতিয়েছে? বিবৃতিতে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা সেনারা এমন কৌশলে প্রবেশ করেছে, যা ইসরাইলের প্রতিরক্ষার একাধিক স্তর ভেদ করে নথিপত্র সরিয়ে আনার সুযোগ দিয়েছে। এতটাই নিখুঁত পরিকল্পনায় হয়েছে এই অপারেশন যে, এখন পর্যন্ত ইসরায়েল জানেই না—কতদূর কী হাতিয়ে নেওয়া হয়েছে, কিংবা কীভাবে।

এই সাফল্যের পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে ঘোষণা এসেছে—“আমাদের প্রতিরোধ পরিকল্পনায় এখন পুরোপুরি যুক্ত হয়েছে ইসরাইলের গোপন পরমাণু স্থাপনাগুলো। ইরানের ওপর একটি আঘাত এলে তাৎক্ষণিক পাল্টা আঘাত করা হবে। আক্রমণের মাত্রা বুঝে পাল্টা আক্রমণের ধরন ঠিক করা হবে। ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে। আর প্রয়োজন কেবল একটি সিদ্ধান্ত।”

এখন প্রশ্ন একটাই, ইরানের সেই নির্বাহী আদেশআসবে কখন? ক্ষেপণাস্ত্রগুলো, যার প্রতিটিতে বসনো আছে বোমা, নিশানাও তাক করা। তবুও চুপচাপ অপেক্ষার পালা। এ যেন নিঃশব্দে বাঁশির এক দীর্ঘ টান। শূন্যতাকে চিরে শোনা যাচ্ছে— ইসরাইলের ধ্বংস আসন্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তোপের মুখে ‘বিরিয়ানি হাউস’ উদ্বোধন না করেই ফিরলেন প্রিন্স মামুন

তোপের মুখে ‘বিরিয়ানি হাউস’ উদ্বোধন না করেই ফিরলেন প্রিন্স মামুন

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা কে?

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা কে?

ইনফ্লুয়েঞ্জা: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

ইনফ্লুয়েঞ্জা: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App