×

আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম

আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি বিভাগ- চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৬ জুলাই) সকাল ১০টায় দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানাননো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এই তিন বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবর্ষণের ফলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন : ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এছাড়া চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে যারা পাহাড় সংলগ্ন বসবাস করছেন।

এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলেদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু প্রতিরোধে কারাগারে মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে কারাগারে মশক নিধন অভিযান

২৮তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন ইউএপিতে অনুষ্ঠিত

২৮তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন ইউএপিতে অনুষ্ঠিত

নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে এনসিপি, যে আসনে যার সম্ভাবনা

নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে এনসিপি, যে আসনে যার সম্ভাবনা

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই জিতবে: মান্না

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই জিতবে: মান্না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App