×

আবহাওয়া

রাজধানীতে বাড়ছে শীতের পরশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম

রাজধানীতে বাড়ছে শীতের পরশ

ছবি : সংগৃহীত

সারাদেশে ক্রমশ বাড়ছে শীতের অনুভূতি। দেশের বেশিরভাগ অঞ্চলের মতো ঢাকাতেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীতে তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকি সময় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্কই থাকবে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভবনাও রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে।

এদিকে, শুক্রবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে প্রতিদিনই রাত ও দিনের তাপমাত্রা সামান্য করে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বাড়ছে শীতের পরশ

রাজধানীতে বাড়ছে শীতের পরশ

আত্মমর্যাদা নাকি যুক্তরাষ্ট্রের সমর্থন, কী বেছে নেবেন?

সংকটে জেলেনস্কি আত্মমর্যাদা নাকি যুক্তরাষ্ট্রের সমর্থন, কী বেছে নেবেন?

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App