×

দুর্ঘটনা

সচিবালয়ে আগুন: ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

সচিবালয়ে আগুন: ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দপ্তর অবস্থিত, যার মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর, এবং অর্থ মন্ত্রণালয়ের অংশ রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। আপাতত কাউকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া, ফায়ার সার্ভিসের উদ্ধার কাজের সহায়তায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, দুই প্লাটুন বিজিবি সদস্য উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।

এ ঘটনায় সচিবালয়ের সাত নম্বর ভবনে একাধিক মন্ত্রণালয়ের কার্যক্রম থমকে গেছে, তবে ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত রয়েছে। আগুনের উৎস এখনও নিশ্চিত করা যায়নি, তবে দমকল বাহিনী তীব্রভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে শ্রমজীবী মানুষ

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে শ্রমজীবী মানুষ

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App