×

অপরাধ

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক। সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সমাজ থেকে দুর্নীতি দূর করার কোনো উপায় নেই। দেশের সুনাগরিকের দায়িত্ব ও দুর্নীতি প্রতিরোধ আন্দোলন শীর্ষক সেমিনারে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের সংগঠন এন্টি করাপশন মুভমেন্টের (এসিএম) সভাপতি এম বদরুল ইসলাম এই আশা ব্যক্ত করেন। আজ শনিবার ঢাকার কাকরাইলের আইডিবি ভবনের সোশ্যাল গার্ডেন হলে এসিএম এর ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এম বদরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মকবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, পবিত্র কোরআনে আছে মানুষকে সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে। সেজন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষা ব্যবস্থায় মানুষ গড়ার শিক্ষা থাকতে হবে। সেমিনারে আরো বক্তব্য রাখেন এসিএম এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফ-উল-আলম, জাতীয় বিবাহী কমিটির সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মানবাধিকার কর্মী ভিক্টর এলাহী, যশোরের কেশবপুর আসনের এমপি পদপ্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান মুগ্ধ ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়াত মাহমুদ সিজয়, সালমান মাহমুদ এবং ইউসুফ হোসেন প্রমুখ।

সেমিনারে বক্তারা আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একক প্রতিষ্ঠান বা আইনের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়। নাগরিকদের তথ্যভিত্তিক সচেতনতা, গবেষণা, অ্যাডভোকেসি এবং সক্রিয় সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে ক্ষমতায়িত করাই এসিএম-এর মূল লক্ষ্য। সংগঠনটি বিশ্বাস করে নাগরিকরাই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলবে, জবাবদিহি দাবি করবে এবং রাষ্ট্রকে তার দায়িত্ব পালনে বাধ্য করবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশিকুর রহমান মুগ্ধ দেশের সব শ্রেণীতে পাঠ্যপুস্তকে দুর্নীতির সুফল-কুফল সম্পর্কে অন্তর্ভুক্ত করার দাবি জানান। সেমিনার শেষে সালমান মাহমুদকে সভাপতি ও ইউসুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে 'এন্টি করাপশন মুভমেন্ট' এর ২১ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। 

নবঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সোহরাব হোসেন অপু, ড. এনায়েত উল্লাহ সৈয়দ শিপুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাসিমা আক্তার, জাহিদ বাবুল, এস এম রুবাইত উল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বাবু, শহিদুল ইসলাম, আতাউর রহমান অনন্ত, আতিক ডালিম, সাংগঠনিক ও প্রচার গবেষণা বিষয়ক সম্পাদক মৃদুল মিঠু, অর্থ সম্পাদক আহমেদ হোসেন ডিএম, আন্তর্জাতিক ও আইটি বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, দপ্তর সম্পাদক জামাল শিকদার, নির্বাহী সদস্য করা হয়েছে ফয়সাল আহমেদ, জেরিনা আক্তার, শহিদুল ইসলাম শুভ, শামীম আহমেদ মামুন, সিয়াম হোসেন ও রাফিয়াত মাহমুদ সিজয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App