এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম

ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দেওয়ান আজাদ বলেন, প্রাইভেটকারটি দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে যায়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালালে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরো পড়ুন : চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের মাওয়া থেকে ঢাকামুখী প্রাইভেটকারটি ষোলঘর এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা পাংচার হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এদিকে হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।