×

বিএনপি

মির্জা ফখরুল

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

Icon

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

ছবি : ভোরের কাগজ

নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট আয়োজনকে অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ভোটের দিন ছাড়া গণভোট আয়োজনের সিদ্ধান্ত কোনোভাবেই বিএনপি মেনে নেবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন সময়, অর্থ এবং প্রশাসনিক বাস্তবতার দিক থেকে অসম্ভব ও অগ্রহণযোগ্য। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর ওপর গণভোট হতে যাচ্ছে, কিন্তু জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত ও নোট অব ডিসেন্ট কোথাও প্রতিফলিত হয়নি। অর্থাৎ কমিশনের প্রস্তাব ও সুপারিশ একপেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, যদি এমন হয়, তাহলে দীর্ঘ এক বছর ধরে সংস্কার ও ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা অর্থহীন, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল।

মির্জা ফখরুল অভিযোগ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণ উপেক্ষা করেছে।

আরো পড়ুন : নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ২৭০ দিনের মধ্যে সংস্কার শেষ করতে না পারলে, গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এমন প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক, হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরো বলেন, জাতীয় সংসদে অনুমোদনের পর যেকোনো বিল রাষ্ট্রপতির স্বাক্ষর পেলেই কেবল আইনে পরিণত হয়। কোনো বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। এমন ব্যবস্থা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থি।

বিএনপি মহাসচিবের মতে, সরকার ও কমিশনের এই পদক্ষেপ জনগণের মতামত উপেক্ষা করে একটি একদলীয় কাঠামো চাপিয়ে দেওয়ার ইঙ্গিত বহন করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার : নাসীরুদ্দীন পাটওয়ারী

গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার : নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

পাকিস্তান পররাষ্ট্রনীতির পুনর্জন্ম ঘটাচ্ছে- এমন নয়

পাকিস্তান পররাষ্ট্রনীতির পুনর্জন্ম ঘটাচ্ছে- এমন নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App