×

কৃষি

বৃষ্টির কারণে পাবনায় শিম চাষে বিপর্যয়, লোকসানের আশঙ্কা

Icon

পলাশ হোসেন, পাবনা থেকে

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম

বৃষ্টির কারণে পাবনায় শিম চাষে বিপর্যয়, লোকসানের আশঙ্কা

ছবি: ভোরের কাগজ

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টির কারণে শিম চাষে ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কয়েক হেক্টর জমির শিমগাছ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, ফলে গাছের গোড়ায় পচন ধরেছে এবং শিমের ফুল ঝরে পড়ছে। এতে উৎপাদন অর্ধেকে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা চাষিদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, সেপ্টেম্বর মাসে ৪৯২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এই বৃষ্টিপাতের ফলে মুলাডুলি ইউনিয়নের ২৫০ হেক্টর জমিতে আবাদ করা শিমের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঘহাছলা, শেখপাড়া, গোয়ালবাথান ও মুলাডুলি মধ্যপাড়া এলাকার চাষিরা জানান, আগাম শিমের গাছগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ফুল ঝরে পড়ছে এবং শিমগাছ পচে যাচ্ছে।

শেখপাড়া গ্রামের চাষি রেজাউল ইসলাম জানান, তিনি ৫ বিঘা জমিতে শিম আবাদ করেছেন, যার জন্য তার খরচ হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ নষ্ট হওয়ায় এবার তার ব্যাপক লোকসান হতে পারে। মুলাডুলির আরেক চাষি রাজিব হোসেন বলেন, ‘বৃষ্টি কমলেও এখন পোকার আক্রমণে গাছ মারা যাচ্ছে, ফলে উৎপাদনও কম হচ্ছে।’

ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, উপজেলায় মোট ৯১০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়, যার মধ্যে মুলাডুলিতে ২৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি বছর বৃষ্টির ফলে এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়। তবে এবার অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

আরো পড়ুন: দেশে সারের সংকট হবে না: কৃষি সচিব

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, ‘কৃষকদের ক্ষতি কমাতে আমরা কাজ করছি এবং ক্ষতিগ্রস্ত শিম চাষিদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওষুধ ছাড়াই পেটের গ্যাস কমানোর প্রাকৃতিক উপায়

ওষুধ ছাড়াই পেটের গ্যাস কমানোর প্রাকৃতিক উপায়

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা

সরকার উৎখাতের ষড়যন্ত্র হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা

জম্মু-কাশ্মীরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ২ শতাধিক

জম্মু-কাশ্মীরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ২ শতাধিক

সালমানকে কষে থাপ্পড় মারেন নবীন অভিনেতা, কী পরিণতি তার?

সালমানকে কষে থাপ্পড় মারেন নবীন অভিনেতা, কী পরিণতি তার?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App