অস্ট্রেলিয়ায় ইহুদি উপাসনালয়ের পর গাড়িতে আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

ফুটপাথের ওপরও ইসরায়েল-বিরোধী গ্রাফিতি আঁকা হয়েছে। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিনাগগে (ইহুদি উপাসনালয়) হামলার কয়েকদিন পর সিডনিতে এক ইহুদির গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে গাড়িতে আগুন দেয়া হয়। এছাড়া বুধবার সিডনি শহরতলীতে ইহুদি অধ্যুষিত ভন্ডালরা এলাকায় দেয়ালে দেয়ালে ইসরায়েল-বিরোধী গ্রাফিতি এঁকেছেন অজ্ঞাত কিশোররা। খবর এএফপি ও টাইমস অব ইসরায়েলের।
সিডনি পুলিশ বলছে, মেলবোর্নের গত শুক্রবার একটি সিনাগগে আগুন দেয়ার কয়েকদিন পর বুধবার সকালে ইহুদির গাড়িতে আগুন দেয়ার ঘটনায় অস্ট্রেলিয়ার সরকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
পুলিশ বলেছে, তারা ১৫-২০ বছর বয়সী দু'জনকে খুঁজছে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা মুখ ঢেকে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
রাজ্য পুলিশ বলছে, পোড়া গাড়ি ছাড়াও আরেকটি গাড়ি, দুটি ভবন এবং ফুটপাথের ওপরও ইসরায়েল-বিরোধী গ্রাফিতি আঁকা হয়েছে।
স্থানীয় মিডিয়া বলছে, শহরতলীর একটি সাদা দেয়ালে কালো রঙে আঁকা 'কিল ইসরায়েল' শব্দটি ভুল বানান লেখা হয়েছে, সেখানে একটি ইহুদি সম্প্রদায়ের বসবাস।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, সিডনির ঘটনা আরেকটি ইহুদি বিদ্বেষী হামলা। আমি ইহুদি সম্প্রদায়ের পাশে আছি এবং দ্ব্যর্থহীনভাবে এই হামলার নিন্দা জানাচ্ছি। আমাদের দেশে বিদ্বেষ বা ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই।
আরো পড়ুন : এবার গাজা থেকে ইসরায়েলে বিরল রকেট হামলা