বর্তমান সরকারে ফ্যাসিস্টের দোসর রয়েছে: সালাহউদ্দিন আহমেদ

সৈয়দ মনির আহমদ, ফেনী
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম

ছবি: ভোরের কাগজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ছয় মাস সময় পার করেছেন।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, খুনিদের বিচারেও ধীরগতি তাই দেশের মানুষ নির্বাচিত সরকার চায়। বর্তমান সরকারে ফ্যাসিস্টের দোসর রয়েছে, তাই সরকার সফল হচ্ছেনা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর মিজান ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন বলেন, মানবতা বিরোধি অপরাধ যারা করেছেন, তারা পালিয়েছে। তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আনোয়ার পাটোয়ারীর সঞ্চলনায় বক্তব্য দেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ভিপি, নির্বাহী সদস্য আবদুল লতিফ জনি, বেলাল আহমেদ, রেহানা আক্তার রানু, আবু তালেব, শাহানা আক্তার শানু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক রফিকুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন প্রমুখ।
প্রায় একযুগ পর জেলা বিএনপির এমন জনসভা উপস্থিত হতে পেরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দুপুর থেকে জেলার সব উপজেলা থেকে মিছিল-শ্লোগানে মিজান ময়দানে আসতে থাকেন নেতাকর্মীরা।