আমিনুল হক
সত্য বললে আর মামলা-নির্যাতন হবে না

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৩:৪৩ এএম

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “পতিত আওয়ামী স্বৈরাচারের আমলে সাংবাদিকরা সত্য বলতে পারেননি। মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই- সত্য কথা বললে বিএনপির সময়ে আর এসব সহ্য করতে হবে না।”
মঙ্গলবার সন্ধ্যায় পল্লবীর সাংবাদিক আবাসিক প্লটে এক উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমি প্রতিদিন পল্লবী-রূপনগর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষের কথা শুনছি। তারা ড্রেনেজ, সুয়ারেজ, জলাবদ্ধতা, রাস্তা, মাদক, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত নানা সমস্যার কথা জানাচ্ছেন। এই সমস্যাগুলো সমাধানে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার ভূমিকা গুরুত্বপূর্ণ।”
আমিনুল হক বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে কথা দিচ্ছি—আমি রাজনৈতিক বুলি আওড়াব না। আমি যা পারব তা-ই বলব, যা পারব না, তা বলব না। ইতিমধ্যেই পল্লবী-রূপনগরের অনেক সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণকামী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। আমি ধানের শীষের প্রতিনিধি হয়ে ঢাকা-১৬ আসনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।”
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক প্লট ফেডারেশন সমিতির সভাপতি আব্দুল আউয়াল ঠাকুর, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলাদলের মহানগর যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাঈন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আনিছুর রহমান আনিস, মোকছেদুর রহমান আবিরসহ অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তারা নিজেদের অভিজ্ঞতা ও এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।