সংস্কার বাস্তবায়ন জাতিকে নতুন দিশা দেখাবে : সালাহউদ্দিন আহমদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সরকার গঠনের দুই বছরের মধ্যে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সনদ আসলে দেশের জন্য একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা, যা বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাতিকে নতুন দিশা দেখাবে।
সালাহউদ্দিন বলেন, এই সনদের মূল শক্তি হলো এতে থাকা অঙ্গীকারনামা। এখানে স্পষ্ট বলা হয়েছে, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনে সংবিধান, আইন ও বিধি পরিবর্তন করা হবে। এই দায়িত্ব জাতীয় সংসদই পালন করবে।
বিএনপির এই নেতা বলেন, অনেক প্রস্তাব ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হতে শুরু করেছে।
তিনি জানান, চূড়ান্ত সনদে প্রধান উপদেষ্টাসহ কমিশনের সব সদস্য ও রাজনৈতিক নেতাদের স্বাক্ষর থাকবে। এটি ওয়েবসাইট ও গণমাধ্যমে উন্মুক্ত থাকবে।
আরো পড়ুন : সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান
তিনি প্রশ্ন তুলে বলেন, এরপর কোনো দল কি সাহস করবে এই সনদ ভাঙার? কেউ ভাঙলে তাদের বিশ্বাসযোগ্যতা কোথায় থাকবে? সেই ঝুঁকি কোনো দল নেবে না।
সালাহউদ্দিন আহমদের মতে, এর চেয়ে বড় কোনো কনসেনসাস, মেমো অব আন্ডারস্ট্যান্ডিং বা সোশ্যাল অ্যাগ্রিমেন্ট আর হতে পারে না। এটি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, এটি পুরো জাতির সঙ্গে, জনগণের সঙ্গে এক ঐক্যমূলক প্রতিশ্রুতি।
তিনি আরো বলেন, ৬টি সংস্কার কমিশনের ৮২৬টি সুপারিশের মধ্যে ৬৫৯টিতেই আমরা একমত হয়েছি। মাত্র ৫১টিতে আমাদের দ্বিমত, আর ১১৬টিতে কিছু মতবিরোধ আছে। এরপরও কেউ যদি বলে বিএনপি সংস্কার চায় না, সেটা জাতি দেখেছে।