শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, তিনি শোকজ নোটিশের জবাব দেবেন। তিনি বলেন,
রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে নোটিশটি একজন বার্তাবাহক তার বাসায় পৌঁছে দেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেবো।
তবে কবে বা কখন তিনি এর জবাব দেবেন তা স্পষ্ট করেননি। তিনি বলেন, এখনও হাতে সময় আছে, দেখি কী করি। তবে নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করব না।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে মোবাইলে গণমাধ্যমকর্মীদের কাছে বিএনপির এই নেতা এ কথা জানান।
আরো পড়ুন : সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ক্ষোভ ও শাস্তি দাবি
এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। রোববার রাতে পাঠানো ওই নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
ফজলুর রহমান বলেন, মেহমান যারা এসেছেন, তাদের সঙ্গে আমার নোটিশ পাওয়ার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে অনুরোধ করি।
তিনি অভিযোগ করে বলেন, আমার বাসার নিচে সকাল থেকে সাত-আটজন ছেলে-মেয়ে ভিড় করছে, মব তৈরি করছে।
বিএনপি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।