×

বিএনপি

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে, বিভাজন নয়, দেশ বাঁচান: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:০৭ পিএম

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে, বিভাজন নয়, দেশ বাঁচান: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। তিনি অভিযোগ করেন, গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না, এই দাবি তুলে আন্দোলনকারীরা আসলে নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে চাইছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক সংসদেই হবে। যে বিষয়ে দলগুলো একমত হবে, সেগুলো জুলাই সনদে স্বাক্ষরিত হবে। বাকি বিষয়গুলো নিয়ে গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিন, যেন অস্থিরতা কাটে। আমরা হিংসার রাজনীতি চাই না, হিন্দু-মুসলিম বিভেদও চাই না। সবাইকে শান্তিতে থাকতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে যাতে সবার ভোটাধিকার নিশ্চিত হয়। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। যেখানে সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত থাকবে। আমরা প্রতিহিংসা নয়, শান্তি চাই।

দেশে বিভাজনের রাজনীতি অনেক ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে চলতে চাই। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রিট: ইউরোপীয় সভ্যতার জন্মভূমি || সময়, সাগর ও মানুষের গল্প

ক্রিট: ইউরোপীয় সভ্যতার জন্মভূমি || সময়, সাগর ও মানুষের গল্প

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ

সমুদ্রের রাজনীতি নয়, কূটনীতিই হোক বাংলাদেশের শক্তি

সমুদ্রের রাজনীতি নয়, কূটনীতিই হোক বাংলাদেশের শক্তি

তোপের মুখে উপদেষ্টারা

তোপের মুখে উপদেষ্টারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App