×

বিএনপি

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক

এনডিএম–এর মহাসচিব মোমিনুল আমিন। ছবি : সংগৃহীত

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় যেসব ৬৩টি আসন এখনো ফাঁকা আছে, তার মধ্যে অন্যতম এই আসনটি। দলীয় সূত্র বলছে, এই আসনে বিএনপি নিজস্ব প্রার্থী না দিয়ে শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর মহাসচিব মোমিনুল আমিনকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে যাচ্ছে।

বিএনপির একাধিক সূত্র জানায়, জোটের শরিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সবকিছু ঠিক থাকলে মোমিনুল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারে নামবেন।

এক দশকের বেশি সময় ধরে আওয়ামী কর্তৃত্ববাদবিরোধী আন্দোলনে রাজপথের সামনের সারির সংগঠক হিসেবে সক্রিয় মোমিনুল আমিন রাজনৈতিক অঙ্গনে ফ্রন্টলাইন ফাইটার নামে পরিচিত।

আরো পড়ুন : মনোনয়ন নিয়ে অসন্তোষ, ফুঁসছে বিএনপির তৃণমূল

দলীয় ও আন্দোলন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলেন, মিথ্যা মামলায় জড়িয়েছেন এবং পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগের হামলাসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন।

২০১৩ সালে একতরফা নির্বাচনের প্রতিবাদে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সঙ্গে র‌্যাব-১ কার্যালয়ে আটকও হয়েছিলেন তিনি।

স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০১৫ সাল থেকেই রাজবাড়ী-২ আসনে তিনি নিয়মিতভাবে জনমত গঠনে কাজ করছেন। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি স্থানীয় এমপি জিল্লুল হাকিমের অনুসারীদের হামলায় তিনি আহত হন বলেও অভিযোগ উঠেছে।

গত জুলাইয়ের গণআন্দোলনসহ যুগপৎ কর্মসূচিতে ঢাকার রাজপথে শরিক দলগুলোর সঙ্গে একাধিক মিছিলে তার সক্রিয় উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

জোটের নেতাকর্মীরা বিশ্বাস করেন, দীর্ঘদিনের মাঠপর্যায়ের কার্যক্রম, জাতীয় পর্যায়ের পরিচিতি, টকশো ও ঐকমত্য কমিশনে তার তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ, মেধা এবং সৃজনশীলতা—সব মিলিয়ে মোমিনুল আমিন নতুন প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল প্রার্থী হিসেবে পরিবর্তনের বার্তা দিতে সক্ষম হবেন। তাদের ধারণা, রাজবাড়ী-২ আসনে তার প্রার্থিতা জোটের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং বিএনপির ঘরানার ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি

নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App