×

জাতীয়

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৮ ফ্লাইট গেলো কলকাতা-ব্যাংকক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৮ ফ্লাইট গেলো কলকাতা-ব্যাংকক

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৮টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট, আজারবাইজানের বাকু থেকে সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, জেদ্দা ও শারজাহ থেকে আসা তিনটি ফ্লাইট, কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে।

এ ছাড়া কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ব্যাংককে পাঠানো হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিয়াদ থেকে আগত একটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম থেকে আসা একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ঘন কুয়াশার কারণে মোট ৮টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

তিনি আরো জানান, বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার রাতের পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচলও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শীতের অনুভূতিও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

ভোটার হলেন তারেক রহমান

ভোটার হলেন তারেক রহমান

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App