×

বিএনপি

ভোটার হলেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

ভোটার হলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রবেশ করেন।

ইসি ভবনে পৌঁছানোর পর তারেক রহমান নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান। ওই ভবনের নিচতলায় প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নির্ধারিত একটি কক্ষে এনআইডিসংক্রান্ত সেবা গ্রহণ করেন তিনি।

এদিন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।

আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

আরো পড়ুন : এনআইডি নিবন্ধনে আঙুলের ছাপ ও আইরিশ দিলেন তারেক রহমান

এদিন বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধানের শীষে ভোট করতে দল ছাড়লেন যারা

ধানের শীষে ভোট করতে দল ছাড়লেন যারা

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App