×

বিএনপি

তারেক রহমানের জন্মদিনে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট–বল বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

তারেক রহমানের জন্মদিনে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট–বল বিতরণ

ছবি : ভোরের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে ক্রীড়া উপহার বিতরণ কর্মসূচি। রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের হাতে প্রতীকী সংখ্যা হিসেবে মোট ৬১টি ব্যাট ও বল তুলে দেওয়া হয়। শিশু–কিশোরদের অংশগ্রহণে পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কর্মসূচির সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত। সঞ্চালনায় ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে তারেক রহমানের নেতৃত্বে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্ষুদে ক্রিকেটারদের হাতে ব্যাট–বল তুলে দেওয়ার মুহূর্তে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, আনন্দ ও উদ্‌যাপনের পরিবেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের জন্মদিনে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট–বল বিতরণ

তারেক রহমানের জন্মদিনে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট–বল বিতরণ

ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নেই: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নেই: আলী রীয়াজ

ব্যবসায়িক স্বার্থে বিজয়ী নির্ধারণ, অভিযোগ পদত্যাগী বিচারকের

মিস ইউনিভার্স ব্যবসায়িক স্বার্থে বিজয়ী নির্ধারণ, অভিযোগ পদত্যাগী বিচারকের

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App