স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কোনো শঙ্কা নেই। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, বিভিন্ন দলের কর্মসূচি, বিক্ষোভ ও মিছিল বেড়ে যাবে—এটাই স্বাভাবিক।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে থাকলেও গত দেড় বছরের প্রচেষ্টায় তা অনেকটাই উন্নতি হয়েছে।
একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য—দেশে অপরাধ পরিস্থিতি অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্রান্তিকালে নিয়ে যাচ্ছে এ বিষয়ে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য। তিনি কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলেন, সেটাও জানি না। দেশে এখন সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক হয়ে যাচ্ছেন। যোগ্যতা না জেনে কারও মন্তব্যের জবাব দিতে চাই না।
আরো পড়ুন : শেখ হাসিনাসহ ১২ জনের রায়ের তারিখ নির্ধারণ
ভূমিকম্পসংক্রান্ত এক প্রশ্নে উপদেষ্টা বলেন, আগাম সতর্কতা দেওয়ার মতো ব্যবস্থা বাংলাদেশে নেই। তবে কিছু দেশে নাকি দশ সেকেন্ড আগে সতর্ক করার অ্যাপ রয়েছে। এমন কোনো অ্যাপ চালুর বিষয়েও সরকার ভাবছে বলে জানান তিনি। ভূমিকম্পের পর পুনরায় কম্পন হওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা বিশেষজ্ঞ নই। আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলা হবে।
তিনি বিল্ডিং কোড মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, জলাশয় ভরাট করে ভবন নির্মাণে ঝুঁকি বাড়ে। ভূমিকম্প হলে নিরাপদ স্থানে দাঁড়ানোর মতো খোলা মাঠ নেই—এ বিষয়েও ভবিষ্যতে গুরুত্ব দিতে হবে।
মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক সমাজের মধ্যেই আলোচনা হয়েছে যে ঘটনাটি সাংবাদিকতা সংশ্লিষ্ট কাজ ছিল না, বরং ‘অন্য ধরনের কাজ’ ছিল।
