×

বিএনপি

শরিকদের জন্য আরো ৭ আসন ছাড়ল বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

শরিকদের জন্য আরো ৭ আসন ছাড়ল বিএনপি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা রাজনৈতিক দলগুলোর জন্য আরো সাতটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

নতুন করে যেসব সাতটি আসনে সমঝোতা হয়েছে, সেগুলোর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, নুরুল হক নুর পটুয়াখালী-৩, রাশেদ খান ঝিনাইদহ-৪, মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ এবং ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে প্রার্থী হবেন।

উল্লেখ্য, বিএনপি ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও পুরোপুরি মাঠে থাকতে পারেনি।

আরো পড়ুন : ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বাস্তবতায় বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি আওয়ামী লীগ শাসনের দীর্ঘ ১৫ বছরে নির্যাতন ও নিপীড়নের শিকার নেতাদের মধ্যেও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এসব কারণে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়ের বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আসনে শরিকদের সঙ্গে সমঝোতা হবে, সেখানে দলীয় কোনো প্রার্থী দেওয়া হবে না। একইভাবে যেসব শরিক দল নির্দিষ্ট আসন পাবে, তারা কেবল সেসব আসনেই প্রার্থী দেবে—অন্য কোথাও নয়। এই শর্তেই আসন সমঝোতা চূড়ান্ত করা হচ্ছে। পাশাপাশি শরিকদের বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণকে বেশি গুরুত্ব দিচ্ছে দলটি।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাদাহাৎ হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। পরে তাকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচন করতে আগ্রহী। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তার প্রার্থিতার বিষয়ে বিএনপি ইতিবাচক মনোভাব পোষণ করছে।

এ পর্যন্ত বিএনপি দুই দফায় ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ২৮টি আসন শরিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এর মধ্যে আগের দিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন দেওয়া হয়।

ওই সমঝোতার আওতায় জমিয়তের আমির উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি নীলফামারী-১, জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ এবং মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন।

এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশ নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

পুরস্কারপ্রাপ্ত ৫ সদস্যকে সংবর্ধনা দিল বিএআরএফ

পুরস্কারপ্রাপ্ত ৫ সদস্যকে সংবর্ধনা দিল বিএআরএফ

মৃত্যুফাঁদে পরিণত মুন্সিকান্দির সেতু, সংস্কারের দাবি

মৃত্যুফাঁদে পরিণত মুন্সিকান্দির সেতু, সংস্কারের দাবি

নির্বাচন যেন পেছানো না হয়: ইসিকে এনসিপি

নির্বাচন যেন পেছানো না হয়: ইসিকে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App