×

ঢাকা

মৃত্যুফাঁদে পরিণত মুন্সিকান্দির সেতু, সংস্কারের দাবি

Icon

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ থেকে

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

মৃত্যুফাঁদে পরিণত মুন্সিকান্দির সেতু, সংস্কারের দাবি

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির বেহাল দশার কারণে প্রতিদিন হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে ফাটল, গর্ত হয়ে রড বের হয়ে যাওয়া, সেতুটির উভয় পাশে নেই রেলিং, এবং একাধিক স্থানে ঢালাই খসে পড়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে, ফলে সাধারণ মানুষ আতঙ্কে সেতু পারাপার করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী যান ও পণ্যবাহী গাড়ির চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। সেতুটি মুন্সিকান্দি, বেহেরকান্দি ও দক্ষিণ বেহেরকান্দিসহ আশপাশ এলাকায় কয়েক হাজার মানুষ ব্যবহার করে আসছেন। যা বহু বছরের পুরনো। 

স্থানীয় বাসিন্দারা জানান, মুন্সিকান্দি এলাকা ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, সেতুর কারণে পণ্য পরিবহনে দেরি হচ্ছে, অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। কোনো সরকারের শাসনামলেই মুন্সিকান্দির এই সেতুটির পুনর্নির্মাণ কিংবা সংস্কার পর্যন্ত করা হয়নি।

এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধি জানান, সেতুটির অবস্থা নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বরাদ্দ দিয়ে সংস্কার কাজ শুরু করা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। 

আরো পড়ুন : নির্বাচন যেন পেছানো না হয়: ইসিকে এনসিপি

উপজেলা প্রকৌশল দপ্তর থেকে জানানো হয়েছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার জরাজীর্ণ বেশ কিছু সেতু রয়েছে। যেগুলোর তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি অনুমোদন পেলে খুব শীঘ্রই সেগুলোর কাজ করা হবে। 

এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কার অথবা নতুন সেতু নির্মাণ করে নিরাপদ যান চলাচলের ব্যবস্থা করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব

সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব

যুবদল নেতা রাশেদ হত্যার নির্দেশদাতা জাকিরের বিচার চায় পরিবার

যুবদল নেতা রাশেদ হত্যার নির্দেশদাতা জাকিরের বিচার চায় পরিবার

নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

পুরস্কারপ্রাপ্ত ৫ সদস্যকে সংবর্ধনা দিল বিএআরএফ

পুরস্কারপ্রাপ্ত ৫ সদস্যকে সংবর্ধনা দিল বিএআরএফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App