খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোক
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় জাতিসংঘের কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতিসংঘ গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে জাতিসংঘ তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।
শোকবার্তায় আরো বলা হয়, জাতিসংঘ বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে এই দুঃখজনক সময়ে সংহতি প্রকাশ করছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
