×

শিক্ষা

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে পূর্বনির্ধারিত তারিখে জুনিয়র বৃত্তি পরীক্ষা আয়োজন সম্ভব নয়। তাই পরীক্ষাটি স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি একই সময় ও একই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন হবে না।

আরো পড়ুন : রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবনে খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

বোর্ড সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার অন্যান্য নিয়ম-কানুন ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

সজীব ওয়াজেদ জয় জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

খালেদা জিয়ার মৃত্যুতে এনডিএম নেতার শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে এনডিএম নেতার শোকবার্তা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

ঢাকায় হঠাৎ তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হঠাৎ তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App