×

বিএনপি

চার দিনের জেলা সফরে তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

চার দিনের জেলা সফরে তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা সফরে বের হচ্ছেন। প্রাথমিকভাবে চারটি জেলার সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি বগুড়ায় গিয়ে শেষ হবে এই সফর। তবে নির্বাচনী আচরণ বিধির কারণে সফরকালে তিনি কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেবেন না।

দলীয় সূত্র জানায়, সফরকালে তারেক রহমান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তারেক রহমান ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে তিনি সেখানে রাত্রিযাপন করবেন।

১২ জানুয়ারি বগুড়ার কর্মসূচি শেষ করে তিনি রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরে যাবেন। ওইদিন রাত যাপন করবেন ঠাকুরগাঁওয়ে।

পরদিন ১৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের কার্যক্রম শেষে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সব কার্যক্রম শেষে তিনি আবার রংপুরে ফিরে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

আতিকুর রহমান আরো জানান, এটি একটি প্রাথমিক সফরসূচি; প্রয়োজনে এতে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, সফরকালে যেন কোনোভাবেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। এ কারণে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাকর্মীদের নির্বাচনী ব্যানার, ফেস্টুন বা কোনো ধরনের প্রচারণামূলক কার্যক্রম না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের চার দিনের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস

সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

এলপিজির সংকট ও দাম নিয়ন্ত্রণে ভ্যাট পুনর্নির্ধারণের উদ্যোগ

এলপিজির সংকট ও দাম নিয়ন্ত্রণে ভ্যাট পুনর্নির্ধারণের উদ্যোগ

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App