×

বলিউড

তারকাখচিত হয়েও শ্রীদেবীর যে ছবি কখনো মুক্তি পায়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম

তারকাখচিত হয়েও শ্রীদেবীর যে ছবি কখনো মুক্তি পায়নি

তারকাবহুল ‘জমিন’ মুক্তি পেলে হয়তো বলিউড বক্স অফিসে ইতিহাস লিখতে পারত। ছবি : সংগৃহীত

ভারতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী প্রয়াত হয়েছেন অনেক আগেই, কিন্তু তাঁকে ঘিরে দর্শকের আগ্রহ আজও অমলিন। এই নায়িকার এমন একটি ছবি রয়েছে, যা শেষ পর্যন্ত কখনও মুক্তি পায়নি। সেই অনন্ত আগ্রহের নাম ‘জমিন’। অথচ তারকাবহুল এই ছবি মুক্তি পেলে হয়তো বলিউড বক্স অফিসে ইতিহাস লিখতে পারত।

১৯৮০-এর দশকের গোড়ার দিকে নির্মিত ছবিটি পরিচালনা করেছিলেন রমেশ আহুজা। মূলধারার অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউডের বহু কিংবদন্তি—রজনীকান্ত, সঞ্জয় দত্ত, শ্রীদেবী, শত্রুঘ্ন সিনহা এবং বিশেষ চরিত্রে বিনোদ খান্না। আর নবাগত হিসেবে ছবিতে ছিলেন ভবিষ্যতের সুপারস্টার মাধুরী দীক্ষিত।

ছবির কাহিনিতে রজনীকান্ত ছিলেন একজন আর্মি অফিসার আর সঞ্জয় দত্ত এক পুলিশ কর্মকর্তা। দুজনে মিলে এক ভয়ংকর সন্ত্রাসবাদী চক্রের সন্ধানে অভিযান চালান। আর সেই অভিযানেই যুক্ত হয় শ্রীদেবীর চরিত্রটি। ছবিতে তাঁর একটি সাদা পোশাকে নৃত্যদৃশ্য এবং শক্তিশালী অভিনয় তখন থেকেই বলিউডে আলোচনার কেন্দ্রে ছিল।

আরো পড়ুন : ৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়— দীপিকাকে খোঁচা রাশমিকার

সঙ্গীতে ছিলেন কিংবদন্তি রাহুল দেব বর্মণ (আর.ডি. বর্মণ)। তাঁর সুরে গাওয়া গানগুলো নিয়ে তখনই ব্যাপক আগ্রহ ছিল ইন্ডাস্ট্রিতে। ধারণা করা হয়েছিল, গানগুলিও তুমুল জনপ্রিয়তা পাবে। তবে শেষ পর্যন্ত ছবিটি হারিয়ে যায় অন্ধকারে।

সবকিছু ঠিকঠাক থাকার পরও ছবিটি আর মুক্তি পায়নি। আর্থিক জটিলতা ও ডিস্ট্রিবিউশন সমস্যায় আটকে যায় পুরো প্রজেক্ট। শুটিং শেষ হলেও থেমে যায় সম্পাদনা ও বাজারজাতকরণের কাজ। ছবির কোনো প্রিন্ট কোথাও আছে কি না এ তথ্যও নেই কারো কাছে। তাই তো বলিউডের ইতিহাসে ‘জমিন’ হয়ে রয়েছে একটি হারিয়ে যাওয়া অধ্যায়।

শ্রীদেবীর অগণিত ভক্তের কাছে ‘জমিন’ যেন এক রহস্য। যে ছবিতে ছিল তাঁর অনবদ্য অভিনয়, রোমাঞ্চকর গল্প আর কিংবদন্তি শিল্পীদের সমাবেশ—সেই ছবিই থেকে গেল অদেখা, অশ্রুত, অতৃপ্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোনাজলে ভেসে থাকা স্বপ্ন: উপকূলীয় কৃষির অভিযোজন ও সম্ভাবনার পথরেখা

নোনাজলে ভেসে থাকা স্বপ্ন: উপকূলীয় কৃষির অভিযোজন ও সম্ভাবনার পথরেখা

বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলবে ট্রাম্পের শুল্ক চিঠি

বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলবে ট্রাম্পের শুল্ক চিঠি

প্রথম অনুমোদন পেলো শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ

প্রথম অনুমোদন পেলো শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে

অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App