×

বলিউড

প্রেমিকাকে বাসা ভাড়া দিলেন হৃত্বিক, মাসে কত করে নেবেন নায়ক?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৪:০৪ পিএম

প্রেমিকাকে বাসা ভাড়া দিলেন হৃত্বিক, মাসে কত করে নেবেন নায়ক?

হৃত্বিক রোশন ও তার প্রেমিকা। ছবি : সংগৃহীত

প্রায় তিন বছর ধরে অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড নায়ক হৃত্বিক রোশন। এবার শোনা যাচ্ছে, প্রেমিকার কাছে নিজের সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তিনি; আর তার থেকে প্রতি মাসে ভাড়াও নেবেন নায়ক।

ভারতীয় গণমাধ্যমের খবর, হৃতিকের সেই বহুতল ভবনের না ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’। এরই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নেন সাবা। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে একেবারেই ফ্রি তে থাকবেন না; মাস গেলে বাড়িভাড়া গুনতে হবে সাবাকে। 

শোনা যাচ্ছে, প্রতি মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়া গুনবেন তিনি। এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন রুমের এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় একইরকম বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ রুপি। তবে প্রেমিকাকে অনেকটা কমেই এই সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃত্বিক।

সাবা ও হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিল আবু সাঈদ

চিফ প্রসিকিউটরের ভাষ্য জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিল আবু সাঈদ

কেন নজরুল আজও প্রাসঙ্গিক?

কেন নজরুল আজও প্রাসঙ্গিক?

দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই

অ্যাটর্নি জেনারেল বললেন দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই

গৃহকর্মী চক্রের টার্গেটে ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরী

গৃহকর্মী চক্রের টার্গেটে ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App