×

জাতীয়

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, যেকোনো সময় প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, যেকোনো সময় প্রকাশ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো সময় তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বৈঠক করেন। 

সেখানেই রোডম্যাপ অনুমোদন দেয়া হয়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। যেকোনো সময় তা প্রকাশ করা হবে।

সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে ইসি’র শুনানি এদিন বিকেলে শেষ হচ্ছে। পরে সার্বিক বিষয় নিয়ে ইসির সিনিয়র সচিব আকতার আহমেদের ব্রিফিং করার কথা রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির বিষয়টির পাশাপাশি বিষয়টিও (রোডম্যাপ) দেখা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তা বৈঠক করেন। ওই দিন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, বিস্তারিত কর্মপরিকল্পনার বিষয়ে ইসি সচিব ব্রিফ করবেন।

গত ১৮ আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, একটা কর্মপরিকল্পনার (নির্বাচনী রোডম্যাপ) বিষয়ে বলেছিলাম। আমরা এই সপ্তাহে এটা করবো। কর্মপরিকল্পনার তো আমাদের আন্তঃঅনুবিভাগ সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। কর্মপরিকল্পনার ড্রাফ্ট করা হয়েছে। ড্রাফ্টটি এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিল আবু সাঈদ

চিফ প্রসিকিউটরের ভাষ্য জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিল আবু সাঈদ

কেন নজরুল আজও প্রাসঙ্গিক?

কেন নজরুল আজও প্রাসঙ্গিক?

দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই

অ্যাটর্নি জেনারেল বললেন দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই

গৃহকর্মী চক্রের টার্গেটে ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরী

গৃহকর্মী চক্রের টার্গেটে ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App