কারাগারের অভিজ্ঞতা জানালেন রিয়া চক্রবর্তী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম

অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবি : সংগৃহীত
কারাবাসের অভিজ্ঞতা জীবন সম্পর্কে ভিন্ন উপলব্ধি এনে দিয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর মনে। সম্প্রতি এক আলোচনাসভায় তিনি জানান, সংশোধনাগারে থাকার সময়ে সবচেয়ে বেশি উপলব্ধি করেছেন খাবারের প্রকৃত মূল্য এবং পরিবারের গুরুত্ব।
রিয়া বলেন, কারাগারে অনেক কিছুই থাকে না। আমরা আফসোস করি, আমাদের কিছু নেই ভেবে। কিন্তু ওখানে গিয়ে বুঝেছি কিছু না থাকার আসল অর্থ কী। সেই দিনগুলিতে বাবা-মাকে খুব মনে পড়ত। বাইরে থাকাকালে আমরা তাঁদের যথেষ্ট গুরুত্ব দিই না।
খাবারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, সেই সময়ে ইচ্ছেমতো কিছু খাওয়ার উপায় ছিল না। তখন বুঝেছি দোকানের পিৎজার চেয়ে ডাল-ভাত অনেক মূল্যবান। ওখানেই খাবারের আসল মর্ম উপলব্ধি করেছি।
আরো পড়ুন : আহত সালমান খান
সংশোধনাগারে থাকাকালীন প্রয়াত প্রেমিক সুশান্ত সিং রাজপুতের জন্য শোকপালনের সুযোগও পাননি তিনি। রিয়ার ভাষায়, এমন কঠিন পরিস্থিতি ছিল যে, শোকপ্রকাশ পর্যন্ত করার অনুমতি ছিল না। তাই মনে হয়, শোকপর্ব আজও শেষ হয়নি।
তিনি আরো বলেন, এখনও ভেতরে শোক রয়ে গেছে। তবে এই অভিজ্ঞতা আমাকে বদলে দিয়েছে। এখন খুশি থাকতে শিখেছি, যদিও সেই খুশি এসেছে গভীর মানসিক আঘাতের ভেতর দিয়ে।
প্রসঙ্গত, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং মাদক মামলায় রিয়ার নাম জড়ানো হয়েছিল। সেই অভিযোগে তাঁকে গ্রেপ্তারও করা হয়। তবে পরে তিনি অব্যাহতি পান। রিয়া জানান, বাড়িতে ফিরে প্রথম দিন কান্নায় ভেঙে পড়েছিলাম। তখনই বুঝেছিলাম, সারাজীবনের জন্য আমার জীবন বদলে গেছে।