×

চট্টগ্রাম

পায়ের রগ কেটে শ্রমিক দলের সভাপতিকে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম

পায়ের রগ কেটে শ্রমিক দলের সভাপতিকে হত্যা

মীর আরমান হোসাইন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মীর আরমান হোসাইন (৩৫)। তিনি সলিমপুর ইউনিয়নের মৃত মোতাহের হোসেনের ছেলে ও ছিন্নমূলের বাসিন্দা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সনমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন মেয়ের আরমান হোসাইন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল এলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি বাঁচাও বাঁচাও বলতে থাকেন। পরে স্থানীয়রা দেখেন তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের সিনিয়র সহসভাপতি নয়ন বলেন, কারা খুন করছে, তা এখনো জানি না। কিন্তু তার মোবাইল ফোনে যে কল দিয়েছে, তাকে চিহ্নিত করলে সব তথ্য বেরিয়ে আসবে।

আরো পড়ুন: যশোরে এক বছরেই ৩২ জন এইডসে আক্রান্ত

ফৌজদারহাট পুলিশ ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

এর আগে বুধবার (১ জানুয়ারি) দুপুরে বরগুনার পাথরঘাটায় নাসির হাওলাদার কাটা নাসির (৩৮) নামে ওই যুবদল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সত্তার মেলেটারির বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান।

নাসির হাওলাদার পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে এবং ওয়ার্ড যুবদলের সদস্য।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App