৪ দফা দাবিতে রেললাইন অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

সৈয়দ মনির আহমদ, ফেনী
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

ছবি : ভোরের কাগজ
চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রেললাইন অবরোধ করেছে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে একাডেমি রোডস্থ রেললাইনে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর ফলে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা–চট্টগ্রাম রেলসংযোগ ও একাডেমি সড়কের যান চলাচল বন্ধ ছিল।
পরে রেললাইন ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ফেনী থানার ওসি শামসুজ্জামানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
দুপুর ১টার দিকে রেলপথের ওপর অস্থায়ী মঞ্চ বসিয়ে মুহূর্তে মুহূর্তে শ্লোগান ও বক্তব্য দেন শিক্ষার্থীরা। ছাত্র প্রতিনিধির বক্তব্যে রফিকুল ইসলাম রাতুল তাদের চার দফা দাবি তুলে ধরেন।
আরো পড়ুন : ৪ দফা দাবিতে আন্দোলনে কারিগরি শিক্ষার্থীরা, সাতরাস্তা অবরোধ
দাবিগুলো হলো—
১) প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে, যারা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি দিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
২) বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র অবিলম্বে বন্ধ করবে
৩) কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উপস্থাপিত যৌক্তিক ছয় দফার রূপরেখা ও সুপারিশ অনুযায়ী তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে;
৪) ইঞ্জিনিয়ারিংয়ে ওয়ান-চ্যানেল এডুকেশন সহজলভ্য ও কার্যকর হতে হবে।
এই চারটি ন্যায্য দাবি পূরণ না হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।