×

চট্টগ্রাম

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন

আগুন নেভাতে ৭টি ইউনিট কাজ করছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের একটি বহুতল ভবনের কম্বলের গোডাউনে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কদমতলী এলাকার ভবনটির পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানার কদমতলী পোড়া মসজিদ এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ের একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নেভাতে ৭টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ তিনি জানাতে পারেননি।

এদিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে। তবে স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে এখনো দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রথম ডেন্টাল ইউনিট চালু

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রথম ডেন্টাল ইউনিট চালু

বিদেশীদের কাছে বন্দর ইজারা: আমাদের লাভ-ক্ষতি

বিদেশীদের কাছে বন্দর ইজারা: আমাদের লাভ-ক্ষতি

গণতন্ত্রের অপমৃত্যু এবং জনগণের নবজাগরণের অনিবার্য ডাক

গণতন্ত্রের অপমৃত্যু এবং জনগণের নবজাগরণের অনিবার্য ডাক

সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান

মির্জা ফখরুল সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App