×

সারাদেশ

গোপালগঞ্জে বাস ধাক্কায় আহত আনসার সদস্যের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০১:৪৪ পিএম

গোপালগঞ্জে বাস ধাক্কায় আহত আনসার সদস্যের মৃত্যু

ফাইল ছবি

গোপালগঞ্জের বিজয় পাশা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মো. মনিরুল ইসলাম (৪৫) নামের এক আনসার ব্যাটালিয়ন সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আনসার সদস্যকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দিবাগত রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইউসুফ আলী জানান, মনিরুল ইসলাম নড়াইলে কর্মরত ছিলেন। সোমবার রাতে অফিসের কাজে মোটরসাইকেল যোগে গোপালগঞ্জে যান। বিজয় পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, সেসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তারা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের শুকতাইল বনবাড়ী গ্রামে। তারা মৃত নবাব আলী শেখের সন্তান। নিহত মনিরুলের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও জানান ভাই ইউসুফ আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App