অসুস্থ-গর্ভবতী গাভী জবাই করে বিক্রির চেষ্টা, জরিমানা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৭:৫৮ পিএম
মানিকগঞ্জে কুকুরে কামড়ানো ৬ মাসের অসুস্থ গর্ভবতী গাভী জবাই করে বিক্রি চেষ্টার অপরাধে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে মাংস ব্যবসায়ীকে ১ লাখ, গরুর বেপারিকে পঞ্চাশ হাজার এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে গরুর মালিককে ৮ হাজার এবং অসুস্থ গরু বিক্রয়ের কাজে সহযোগীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের মৃত, ছোবাহান মোল্লার ছেলে মো.আবু তাহেরের ৬ মাসের একটি গর্ভবতী গাভীকে বেশ কিছুদিন পূর্বে কুকুরে কামড়ায়।
গাভীটি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে পশু চিকিৎসক দেখানো হয়। কিন্তু চিকিৎসায় উন্নতি না হয়ে ক্রমেই অবস্থার অবনতি হয়। একপর্যায়ে গাভীটির মধ্যে জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দেয়। যাকে দেখে তাকেই আঘাত ও কামড় দিতে আসে।
মঙ্গলবার (১১ জুলাই) গরুটির শারীরিক অবস্থা মৃতপ্রায় হয়ে যায়। এমতাবস্থায়, চৌবাড়ীয়া গ্রামের মৃত, দলিল মিয়ার ছেলে মো.লাবলু মিয়ার সহযোগীতায় মো. আবু তাহের মানিকগঞ্জ থেকে কসাই এনে ৫৫ হাজার টাকায় গরুটি বিক্রি করেন।
কসাইরা তাহেরের বাড়িতেই গাভিটি জবাই করে পিকআপ ভ্যানে মাংস নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে, ঘিওর থানা পুলিশ এসে তাহেরের মেয়ে কল্পনা আক্তার এবং দলিল মিয়ার ছেলে লাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুর রহমান জানান, ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসুস্থ গর্ভবতী গাভী বিক্রির অপরাধে গরুর মালিক এবং বিক্রয়ের কাজে সহায়তাকারীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল দৈনিক ভোরের কাগজকে জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ঘিওর থেকে একটি পিকআপ ভ্যানে কুকুরের কামড়ে অসুস্থ হয়ে যাওয়া ৬ মাসের গর্ভবতী একটি গাভী জবাই করে বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কসাই পট্রিতে নেয়া হচ্ছে।
তখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার স্যার ও মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ স্যারের দিকনির্দেশনায় সদর থানা পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে মাংস বোঝাই পিকআপ বিভিন্ন স্থান ঘুরে সাগর আলীর বাড়িতে রাখেন।
বিষয়টি নিশ্চিত হয়ে আজ সকাল ৭ টায় বাসস্ট্যান্ডে অভিযুক্ত ব্যবসায়ী সাগর আলীর দোকানে অভিযান চালিয়ে বিক্রির জন্য সংরক্ষণ করা সেই মাংস প্রায় ৩ মণ জব্দ করা হয়। মাংস ব্যবসায়ী সাগর আলীর স্বীকারোক্তি অনুযায়ী গরুর বেপারি সাগরকে (কলতা, হরিরামপুর ) থেকে স্পটে হাজির করা হয়।
যিনি অতিমুনাফার লোভে এই গরু ৫৫ হাজার টাকায় ক্রয় করে সাগর আলীর কাছে বিক্রয় করেন। সাগর নামের দুই ব্যবসায়ী কুকুরে কামড়ানো অসুস্থ ৬ মাসের গর্ভবতী গাভীর মাংস বিক্রির পায়তারা করেছিলেন। এই ধরণের অপকর্ম ভবিষ্যতে করবে না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
এই অপকর্মে লিপ্ত মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লাখ টাকা এবং হরিরামপুর উপজেলার কলতা এলাকার গরুর বেপারি সাগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে সহযোগিতা করেন-সদর উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং মানিকগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক নূরুন্নবী তুলিপ।
