আলফাডাঙ্গায় চার শিক্ষার্থীকে কাউন্সেলিং করে স্কুলে ফেরত পাঠালেন ওসি আবু তাহের
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০১:০৭ পিএম
ছবি: ভোরের কাগজ
ছবি: ভোরের কাগজ
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি হয় না। বতর্মান প্রজন্ম সুশিক্ষায় শিক্ষা অর্জন করতে সক্ষম হলে বিশ্বের দরবারে বাঙালি জাতি হবে সভ্যজাতি, আদর্শ জাতি সর্বোপরি দেশ হবে সর্বদিকে স্বয়ংসম্পূর্ণ।এ আলোকে প্রতিনিয়ত আলফাডাঙ্গা থানার ওসি উপজেলার বিভিন্ন স্কুলের আশেপাশে তদারকি অব্যাহত রাখছেন।
তারাই ধারাবাহিকতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পৌর এলাকায় অবস্থিত আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির চার শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে পালানোর সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের হাতেনাতে ধরলেন। পরে তাদেরকে কাউন্সেলিং করে স্কুলে ফেরত পাঠালেন তিনি।
জানা গেছে, স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে নদীপাড়ের রাস্তায় আড্ডা দিচ্ছিল নবম শ্রেণির চার ছাত্র। তাদের এ অবস্থায় দেখেন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের। পরে তাদের বুঝিয়ে ক্লাসে পাঠান তিনি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে ওই চার ছাত্র।
রবিবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বারাশিয়া নদীর পাড়ের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই চার শিক্ষার্থী আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন নবম শ্রেণির চার ছাত্র স্কুলের সীমানা প্রাচীর টপকিয়ে বারাসিয়া নদীপাড়ের রাস্তায় ঘোরাফেরা ও আড্ডা দিচ্ছিল। এসময় আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি চার ছাত্রকে রাস্তায় দেখে কাউন্সেলিং করেন। পরে নিজের গাড়িতে করে স্কুলের শিক্ষকের কাছে বুঝিয়ে দেন।
এ বিষয়ে ওসি আবু তাহের ভোরের কাগজকে বলেন, ‘ওই চার ছাত্র ক্লাস ফেলে স্কুলের সীমানা প্রাচীর টপকিয়ে নদীর কূলে রাস্তায় আড্ডা দিচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে তাদের বুঝিয়ে গাড়িতে করে শ্রেণিকক্ষে পৌঁছে দেওয়া হয়। ভবিষ্যতে তারা এমন কাজ করবে না বলেও শপথ করে।’
আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুল ইসলাম ভোরের কাগজকে বলেন, ‘ওই চার ছাত্রের অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হয়েছে। স্কুলের শিক্ষার্থীদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের কাজের জন্য ওসি সাহেবকে ধন্যবাদ।’
