ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কি.মি. যানজট
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২০, ০৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা হইতে চান্দিনার তীরচর পর্যন্ত ২০ কি.মি. দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে রবিবার (১৭ মে) থেকে বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রচুর পণ্যবাহী ট্রাক, কার্গো, পিকআপ, রাজধানী ঢাকা ও আশঁ পাশের জেলায় যাতায়াতের জন্য মহাসড়কের দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় চেকপোষ্টের কারণে ধীরগতি হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি পুলিশের হাইওয়ে পুলিশের সার্জন আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে দূরপাল্লার যাত্রী বাস বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, কার্গোর চাপ বৃদ্ধি পায়। অপরদিকে বিনা প্রয়োজনে কোনো যাত্রাবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকার রাজধানীতে প্রবেশ ঠেকাতে মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের চেক পোষ্ট বসানোর কারণেও যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট দেখা গেছে।
চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রাক চালক আলাউদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে পণ্যবাহী মাল নিয়ে ঢাকা রওনা দিয়ে দাউদকান্দি এসে যানজটে আটকা পড়েছি।
