×

সারাদেশ

সেবা নিলেন ৫ শতাধিক রোগী

সৈয়দপুরে এমাদীয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০১ এএম

সৈয়দপুরে এমাদীয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে

সৈয়দপুরে এমাদীয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে

নীলফামারীর সৈয়দপুরে এমাদীয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সৈয়দপুরস্থ হাতিখানা খানকাহে এমাদীয়ায় আয়োজিত এ ক্যাম্পে এলাকার ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়্যদ শাহ মুজিবুল হক এমাদী আল আজহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক (বিজিবিএমএস, এমপিএইচ), রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গাউসুল আযীম চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

ক্যাম্পে শিশু স্নায়ুরোগ, স্ত্রী ও প্রসূতি রোগ এবং সার্জারি বিভাগে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমাদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুরাদ এমাদী। সহযোগিতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হায়দার আলী এমাদী, নাইম এমাদী, আরজু এমাদী, জিয়াউদ্দিন এমাদীসহ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

এমাদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুরাদ এমাদী বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি সেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তি নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তি নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

বিশ্বের প্রথম উড-ডিজাইন মাদারবোর্ড আনলো গিগাবাইট

কাঠের নকশায় প্রযুক্তি বিশ্বের প্রথম উড-ডিজাইন মাদারবোর্ড আনলো গিগাবাইট

বিজয় দিবসের মেলায় আদিবাসী খাদ্য নিয়ে ‘আদিহাট’

বিজয় দিবসের মেলায় আদিবাসী খাদ্য নিয়ে ‘আদিহাট’

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App