×

সারাদেশ

উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধানে গবেষণা : বিআরআরআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০৫:১৩ পিএম

উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধানে গবেষণা : বিআরআরআই
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশন (বিআরআরআই) রাজশাহীর আঞ্চলিক স্টেশন থেকে মোট ১০৬টি ধানের ওপর গবেষণা করা হয়েছে। যার মধ্যে ৯৯ টি উচ্চ ফলনশীল এবং ৭টি হাইব্রিড জাতের ধান । বছরে ৩টি মৌসুমে ধান চাষ করা হয়, সেগুলো হলো বোরো, আউশ এবং আমন। কৃষকরা তাদের জমিতে বোরো মৌসুমে বিআরআরআই -২৮ / ২৯ এবং বিআরআরআই -৮ চাষ করে খুব ভাল ফসল পেয়েছে। তারা প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মণ ধান পাবে। বিআরআরআই -১৮ / ২০ আউশ আবাদ করেছে ৪৮ কৃষকদের জমিতে । এই ধান চাষাবাদে তারা প্রতি বিঘায় ২০-২২ মন ধান পাবে। তবে উচ্চ ফলশীল-৮২ এবং ৯৮ এর ওপর গবেষণা চলছে। কৃষকরা উচ্চ ফলনশীল ধানের জন্য খুব আগ্রহী হচ্ছেন। তারা আমনের সময় বিআরআরআই -৫১ ধান চাষাবাদ করছে এবং নতুন ভাবে বিআরআরআই- ৭১/৭৫/৮৭ ধান চাষা করার জন্য আগ্রহ দেখাচ্ছে বলে জানান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ হারুন-অর-রশিদ। আঞ্চলিক উপপরিচালক (ডিডি) কৃষি কর্মকর্তা আবুল বাশার প্রতিবেদককে জানান, রাজশাহী বিভাগের তালিকার ৪ টি জেলা নাটোর, চাপায়নবাবগঞ্জ, নওগাঁসহ রাজশাহীর ৩,৫৫৫,৫০০ হেক্টর জমিতে ধানের (বোরো মৈসুমে) ধান চাষ করেছে কৃষকরা। এই মৌসুমের লক্ষ্যমাত্রা ছিল ৩,৬০,৯৯০ মেট্রিক টন তবে উৎপাদন হয়েছে ১৫,৪৩৪৩৯ মেট্রিক টন চাল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশনের (বিআরআরআই) রাজশাহী আঞ্চলিক স্টেশন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ ফজলুল ইসলাম বলেছেন, বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল। তবে ভাত বাঙালির কাছে সর্বাধিক জনপ্রিয় খাবার। প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় চালের উৎপাদনসহ সামগ্রিক কৃষিতে অনেক অবদান রেখেছে। মূলত, বিআরআরআই গবেষণার্কত ধান কৃষকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে। বিআরআরআই বিভিন্ন সময় কৃষকদের ধানের ভাল উৎপাদন করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। সামনে আরো ভালো কিছু করার জন্য বিআরআরআইয়ের পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App