×
Icon ব্রেকিং
উত্তরায় বিমান দুর্ঘটনায় ২০ জন নিহত, ১৭১ জন আহত হয়েছেন

ক্রিকেট

ভারত-পাকিস্তান টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:৫৬ এএম

ভারত-পাকিস্তান টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

অনিশ্চয়তায় এশিয়া কাপ। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়েছে এবারের আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব আর পাকিস্তানের পাল্টা অবস্থানকে ঘিরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মধ্যেই তৈরি হয়েছে তীব্র মতপার্থক্য।

বিষয়টিকে আরো জটিল করে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরের সমন্বয়হীনতা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হুট করেই বোর্ডের অন্য পরিচালকদের না জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভির প্রস্তাবে রাজি হয়ে গেছেন। ওই প্রস্তাব অনুযায়ী, ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, বুলবুল ভাই আসলে বুঝতে পারেননি, বোঝার কথাও না। সব প্রস্তাবই যে আমাদের জন্য ভালো হবে, এমন নয়। গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

আরো পড়ুন : পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ক্রিকেটের উন্নয়নে বুলবুলের অবদান থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের জটিল রাজনৈতিক কূটনীতি তিনি এখনও পুরোপুরি আয়ত্ত করতে পারেননি। ফলে পাকিস্তানের প্রস্তাবিত বৈঠকের জটিলতায় বাংলাদেশও অযথা কৌশলগত চাপে পড়েছে।

এশিয়া কাপের অর্থনৈতিক ভিত্তি অনেকটাই নির্ভর করে ভারতের বাজারের ওপর। টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণের কারণে প্রচুর স্পন্সরশিপ আসে, যা আয় আকারে সিংহভাগ হয়ে থাকে। ফলে ভারত তার প্রভাবশালী অবস্থান ছাড়তে নারাজ। শ্রীলংকা ও আফগানিস্তানও এবার ভারতের অবস্থানকে সমর্থন করছে।

দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান ও ভারতের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। দ্বিপক্ষীয় সিরিজ থেকে শুরু করে এশিয়া কাপের মতো বহুপক্ষীয় টুর্নামেন্টেও এই দ্বন্দ্ব প্রভাব ফেলে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ২৭টি সদস্য দেশের মধ্যে পাকিস্তান, ভারত, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানই মূল প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত। তবে সবচেয়ে বড় বাণিজ্যিক শক্তি ভারত।

যদি আসন্ন বৈঠকটি পিছিয়ে যায় বা বাতিল হয়, তাহলে এবারের এশিয়া কাপ আয়োজনই অনিশ্চিত হয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা না হলে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া বা বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০, আহত ১৭১

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০, আহত ১৭১

উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর

উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর

বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে

বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে

কারাগারে ডা. সামন্ত লাল সেন, এ খবর সত্য নয়

কারাগারে ডা. সামন্ত লাল সেন, এ খবর সত্য নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App