×

ক্রিকেট

মাঠে ফেরার ঘোষণা তামিমের, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫৮ এএম

মাঠে ফেরার ঘোষণা তামিমের, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

জাতীয় দলকে আগেই বিদায় জানিয়েছেন, তবে ক্রিকেটকে এখনও পুরোপুরি বিদায় জানাননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে ঘরোয়া ক্রিকেটে ফেরার জন্য জোর প্রস্তুতি শুরু করেছেন তিনি। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই মাঠে ফিরতে চান তামিম।

গত মার্চে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকের পর থেকে মাঠের বাইরে আছেন তামিম। এরপর থেকে অনুশীলন বা কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। এতে অনেক সমর্থক মনে করেছিলেন হয়তো আর ফিরবেন না দেশসেরা এই ব্যাটার। তবে সেই শঙ্কা দূর করেছেন তামিম নিজেই।

এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে ফিটনেসের কাজ করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। তবে বিপিএল দিয়েই ফেরার চেষ্টা থাকবে।

আরো পড়ুন : টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

বিপিএলের টানা দুই আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দলের নেতৃত্ব দিতে তাই পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে চান এই অভিজ্ঞ ওপেনার। এজন্য তিনি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-এর কয়েকটি ম্যাচ খেলার কথাও ভাবছেন।

তামিম জানান, সুযোগ থাকলে এনসিএল-এর ২-৩টা ম্যাচ খেলতে পারি।

বয়স ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় ক্রিকেট ক্যারিয়ার আর খুব বেশি দীর্ঘ হবে না, সেটিও স্বীকার করেছেন তামিম। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না তিনি। তামিম বলেন, এই বছরটা একটু চেষ্টা করে দেখি। শরীর কেমন সাড়া দেয়, সেটাই দেখব। তারপর সিদ্ধান্ত নেব।

এদিকে আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েও সুনাম কুড়িয়েছেন তামিম। ভারত-বাংলাদেশ সিরিজে কমেন্ট্রি বক্সে অভিষেকেই নজর কাড়েন তিনি। তবে ধারাভাষ্যকে এখনই পেশা হিসেবে নেয়ার কথা ভাবছেন না তামিম। বলেন, এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনে সুযোগ এলে হয়তো করব। তবে পেশা হিসেবে নিলে সিরিয়াসলি করতে হবে। ধারাভাষ্য শোনার বিষয়টা প্রথমবার ভালো লাগলেও পরে ভালো না-ও লাগতে পারে। তাই এর জন্যও প্রস্তুতি দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনবিআরের সাবেক সচিব নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দ

এনবিআরের সাবেক সচিব নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দ

মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র আসছে বড় পর্দায়

মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র আসছে বড় পর্দায়

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ে ৭ নির্দেশনা পুলিশের

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ে ৭ নির্দেশনা পুলিশের

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা: পুলিশ-প্রশাসনের বক্তব্য জানালো প্রেস উইং

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা: পুলিশ-প্রশাসনের বক্তব্য জানালো প্রেস উইং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App