×

ক্রিকেট

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:২৭ এএম

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, এক দশক ধরে নিজেদের দক্ষতা ও ধারাবাহিকতায় সুনাম কুড়িয়েছেন। তবে তাদের নিয়ে একটা প্রচলিত ধারণা আছে, বিশেষ করে মুস্তাফিজকে অনেকে বলেন অনুশীলনে খুব একটা ঘাম ঝরান না।

কিন্তু এই ধারণাকে একেবারে উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের ট্রেইনার ইয়াকুব ডালিম। তিনি বলেন, তাসকিন ও মুস্তাফিজকে আমি বহুদিন ধরে চিনি। ওরা দুইজন দুই রকমের ক্যারেক্টার। কিন্তু কাজের জায়গায় কোনো আপস নেই। তারা কাজ করবেই। পেশাদারিত্বে ১০০ ভাগেরও বেশি। যেকোনো ওয়ার্কআউট, রানিং- কোনো কিছুতেই তারা না বলে না।

বিশ্ব ক্রিকেটে প্রতিযোগিতা দিন দিন কঠিন হচ্ছে, এ কথা মনে করিয়ে দিয়ে ডালিম বলেন, দিন যত যাবে, প্রতিযোগিতা আরো বাড়বে। তাই পরিশ্রমের মাত্রাও বাড়াতে হবে।

মুস্তাফিজের বিশেষ গুণের কথাও বলেন এই ট্রেইনার। তিনি বলেন, মুস্তাফিজ খুব বুদ্ধিমান। ক্রিকেটে সবকিছু শুধু শক্তি দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে খেলতে হয়। মুস্তাফিজ সেটা পারে। সে চাপও খুব ভালোভাবে সামলায়।

আরো পড়ুন : মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

ইয়ামালের স্বপ্ন পূরণ

ইয়ামালের স্বপ্ন পূরণ

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App