ধোনিকে নিয়ে মহাপরিকল্পনা ভারতের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম

মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মহাপরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ধোনি।
ধোনির অসাধারণ নেতৃত্বগুণ, দলকে উজ্জীবিত করার ক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনা করার দক্ষতার কারণেই এমন প্রস্তাব দিয়েছে বিসিসিআই। তাদের বিশ্বাস, বিশ্বকাপের আসরে ধোনি হলে দলের জন্য বড় সম্পদ প্রমাণিত হতে পারেন। যদিও এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে। কারণ, বর্তমান কোচ গৌতম গম্ভীর ও ধোনির সম্পর্ক বরাবরই ঠাণ্ডা, আর দুজনেই সমসাময়িক ক্রিকেটার।
ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনির নাম বরাবরই আলোচনায় থাকে। বিশ্বকাপজয়ী এই তারকার ওপর এবার বড় আস্থার প্রতীকস্বরূপ মেন্টরের দায়িত্ব দিতে চাইছে বোর্ড। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তাহলে কি বোর্ডের আস্থা কিছুটা হলেও কমেছে গম্ভীরের ওপর? যদিও এ বছর তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।
এ বিষয়ে বিসিসিআই জানিয়েছে, রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকলে বা হঠাৎ কোনো সমস্যায় পড়লে খেলোয়াড়রা যেন ধোনিকে মানসিক ভরসা হিসেবে পান, সেই চিন্তায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার কাছ থেকে সমাধান খুঁজতে পারবেন তারা, যা দলের জন্য ইতিবাচক হবে।
আরো পড়ুন : সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ
এর আগে ২০২১ বিশ্বকাপেও ভারতের মেন্টর ছিলেন ধোনি। তবে সেই অভিজ্ঞতা সুখকর হয়নি। কোহলির নেতৃত্বে ও রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত নক আউটে উঠতে পারেনি। পাকিস্তানের কাছে ভরাডুবির পর সমালোচনার মুখে পড়েন ধোনিসহ পুরো টিম ম্যানেজমেন্ট। এরপরই সে দায়িত্ব ছাড়েন তিনি।
তবে এবার প্রস্তাবটি নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ, গম্ভীর একসময় ধোনিকে সমালোচনার নিশানায় রেখেছিলেন। যদিও ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জিতেছিলো ভারত। এবারও একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে বোর্ড। আর সেই কারণেই দলের সাফল্যের জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত বিসিসিআই।