নেপালকে উড়িয়ে সেমিতে এক পা রাখল বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
ছবি : সংগৃহীত
আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের সাফল্যের পথ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক জয়ের ধারাকে বজায় রাখল। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ দল রীতিমতো নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছে। ৭ উইকেটের জয় দিয়ে বাংলাদেশকে সেমিতে এক পা এগিয়ে দিয়েছে।
দুবাইতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ৩১ ওভার এক বল খেলে সব উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৪ ওভার ৫ বল খেলে ৩ উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার রিফাত বেগ ৭ বলে ৫ রান করে আউট হয়ে যান। তার পরই অধিনায়ক তামিম ব্যর্থ হন, ১ বল খেলে রান আউট হন। ২৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটি গড়ে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি অ্যালেন দলকে জয়ের ভিত গড়ে দেন। অ্যালেন ৬৬ বলে ৩৪ রান করেন। তবে ফিফটির খাতা খোলে জাওয়াদ আবরার, ৬৭ বলে অপরাজিত ৭০ রান করে দলকে জয় এনে দেন।
এর আগে নেপালের ব্যাটিংয়ে টপ অর্ডার ব্যর্থ হয়ে ৬১ রানে ৫ উইকেট হারায়। লোয়ার মিডল অর্ডারে আশিষ লোহার ২৩ এবং অভিষেক তিওয়ারির ৩০ রানের ইনিংস কিছুটা লড়াই দেখালেও দল ১০১ রানে অলআউট হয়।
বাংলাদেশের এই জয়ে সেমিফাইনালে প্রবেশের পথে নিশ্চিতভাবে এক ধাপ এগিয়েছে যুব টাইগাররা।
