অবৈধ মাদক নিরাময় কেন্দ্রের দৌরাত্ম্য, চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
ছবি : সংগৃহীত
মাদকের ভয়াল থাবায় বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকাও আজ বিপর্যস্ত। তরুণ-যুবক থেকে শুরু করে মধ্যবয়সী ও বৃদ্ধ সব বয়সের মানুষই মাদকাসক্তির শিকার হচ্ছে। এর পাশাপাশি বাড়ছে মানসিক ভারসাম্যহীন রোগীর সংখ্যাও। মাদকাসক্ত স্বজনদের নেশার জগত থেকে ফেরাতে পরিবারগুলো যখন চিকিৎসার আশায় ছুটছে, তখন সেই সুযোগে অসৎ স্বার্থান্বেষী একটি চক্র চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারণা করছে।
এমনই এক প্রতারণার অভিযোগ তুলে রংপুর জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর লিখিত আবেদন করেছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকার বাসিন্দা হাবিবুর রহমান খান। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তার ছোট ভাই মতিয়ার রহমান খান মাদকাসক্ত হওয়ায় চিকিৎসার উদ্দেশ্যে রংপুর নগরীর কেরানীপাড়ায় অবস্থিত ‘আলোর ভুবন মাদক নিয়ন্ত্রণ ক্লিনিক’-এ ভর্তি করা হয়।

হাবিবুর রহমান খান জানান, ক্লিনিক কর্তৃপক্ষের প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান দুই মাসের চিকিৎসার কথা বলে ৩০ হাজার টাকা নেন। ভর্তির তারিখ ছিল ২২ জুন ২০২৫, রেজিস্ট্রেশন নম্বর ১৭৭/২৫। পরে ক্লিনিক থেকে ফোন করে জানানো হয়, তার ভাই সুস্থ হয়ে গেছে এবং তাকে নিয়ে যেতে বলা হয়। ৩১ আগস্ট ২০২৫ তারিখে মতিয়ার রহমান খানকে বাড়িতে আনা হলে দেখা যায়, তার অবস্থার কোনো উন্নতি হয়নি বরং আগের চেয়ে অবনতি ঘটেছে।
তিনি আরো অভিযোগ করেন, বিষয়টি জানিয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। ক্লিনিকটি সরকার অনুমোদিত দাবি করে রেজিস্ট্রেশন নম্বর ৩৬৮৬ ব্যবহার করলেও, কোন দপ্তর থেকে এ অনুমোদন নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
আরো পড়ুন : টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
এ বিষয়ে আমাদের প্রতিবেদক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, রংপুর বিভাগে মোট ১৮টি অনুমোদিত মাদক নিরাময় কেন্দ্র রয়েছে। তবে ‘আলোর ভুবন’ নামের কোনো কেন্দ্র তাদের তালিকাভুক্ত নয়।
রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মানবাধিকার কর্মী মনিষ কুমার সরকার রানা অভিযোগ করে বলেন, রংপুরে ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে গড়ে ওঠা এসব মাদক নিরাময় কেন্দ্র চিকিৎসার নামে মানুষকে প্রতারণা করছে। তিনি অবিলম্বে এসব কেন্দ্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
