×

ক্রিকেট

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে ঘিরে দেশজুড়ে ক্রিকেট অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব স্পষ্টভাবে জানিয়ে দেয়, নাজমুল পদত্যাগ না করলে তারা সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সরে দাঁড়াবে। এমন অবস্থার পর অবশেষে নড়েচড়ে বসেছে বিসিবি এবং ওই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ক্রিকেটারদের পেছনে বিপুল অর্থ ব্যয় হলেও তারা তার প্রতিদান দিতে পারেননি। এমনকি প্রশ্ন তোলেন, ক্রিকেটাররা যদি কোনো সাফল্য আনতে না পারেন, তাহলে তাদের পেছনে খরচ করা টাকা ফেরত চাওয়া যায় কি না। তার মতে, এ অবস্থায় ক্ষতিপূরণ দাবি করার অধিকার ক্রিকেটারদের নেই।

নাজমুল আরো দাবি করেন, ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে কাঙ্ক্ষিত সাফল্য আনতে ব্যর্থ হয়েছেন এবং কোনো বৈশ্বিক শিরোপাও জিততে পারেননি। তাই ক্ষতিপূরণের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের হুমকি

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন নাজমুল ইসলাম, যাকে তখন ‘ভারতীয় দালাল’ বলেও আখ্যা দেন। সে সময়ও কোয়াব তার বক্তব্যের তীব্র সমালোচনা করে। তবে সর্বশেষ মন্তব্যের পর কোয়াব সরাসরি সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেয়।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে খেলোয়াড়দের নিয়ে কথা বলতে পারেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না হলে সব ক্রিকেট কার্যক্রম বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি নাজমুল ইসলামের মন্তব্যে দুঃখ প্রকাশ করে এবং জানায়, বিষয়টি নিয়ে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হয়েছে।

বোর্ড জানিয়েছে, নাজমুলকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিসিবি তাদের নিজস্ব নিয়ম ও নীতিমালা অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এদিকে আজ থেকেই বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও এই সংকটে ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন পেশাদার মনোভাব বজায় রাখেন এবং টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে সহযোগিতা করেন। বোর্ডের ভাষ্য, ক্রিকেটাররাই বিপিএল ও বিসিবির সব কার্যক্রমের প্রধান অংশীদার এবং তাদের সহযোগিতাতেই বিপিএল ২০২৬ নির্বিঘ্নে সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

তেঁতুলিয়ায় ১ সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তেঁতুলিয়ায় ১ সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের হুমকি

পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App