নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জরুরি অনলাইন সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পরিচালক মৃত্যুবরণ করলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি পেলে, আর্থিকভাবে দেউলিয়া হলে কিংবা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হতে পারে। নাজমুল ইসলামের ক্ষেত্রে এসব শর্ত প্রযোজ্য না হলেও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে তখনই বোর্ড তাকে অব্যাহতি দিতে পারবে।
এর আগে গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। সে সময় ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার কড়া সমালোচনা করে। পরে ক্রিকেটারদের অবদান নিয়েও প্রশ্ন তোলেন তিনি, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। এর প্রতিবাদে ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুমকি দেন।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক এভাবে খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করতে পারেন না। আমরা দ্রুত তার পদত্যাগ দাবি করছি।
এদিকে বৃহস্পতিবার থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও এই ঘটনার জেরে টুর্নামেন্ট শুরুর আগেই অনিশ্চয়তা দেখা দেয়। নির্ধারিত সময়েও বিপিএলের ম্যাচ শুরু হয়নি, যা পরিস্থিতির গুরুত্ব আরো স্পষ্ট করে তুলেছে।
