ত্বকী হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
মেধাবী শিক্ষার্থী ত্বকী হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইয়ার মোহাম্মদ পারভেজকে। পরে মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আসামি পারভেজকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১১।
এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্বকী হত্যার ঘটনায় জড়িত অভিযোগে সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে আরো চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
তাদের মধ্যে আসামি কাজল হাওলাদার ত্বকী হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপর তিন আসামি জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে র্যাব হেফাজতে রয়েছেন।
আরো পড়ুন : ত্বকী হত্যা: আজমেরীর গাড়িচালক গ্রেপ্তার
