×

অপরাধ

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা, সন্তানদের নোটিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা, সন্তানদের নোটিশ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুটি মামলা দায়েরের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার তিন সন্তানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ ইস্যুর সিদ্ধান্তও নিয়েছে দুদক।

সোমবার (১৪ জুলাই) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাহবুবুল আলম হানিফ ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। বিভিন্ন সময় ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি। তদন্তে এসব তথ্য উঠে এসেছে।

এছাড়া মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম যৌথভাবে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন। পাশাপাশি ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে মোট ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও আরেকটি মামলা রুজুর সুপারিশ করা হয়।

অন্যদিকে হানিফ দম্পতির তিন সন্তান-ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম এবং তানিশা আলমের বিরুদ্ধে অর্জিত সম্পদের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সুপারিশ করেছে দুদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা কে?

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা কে?

ইনফ্লুয়েঞ্জা: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

ইনফ্লুয়েঞ্জা: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App