ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করল হুতি

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০১:৫১ পিএম

হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি। ছবি : সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। একই সঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে হুতিরা জানায়, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানায় এ বিমান হামলায় আহমেদ আল-রাহাভিসহ কয়েকজন মন্ত্রিসভার সদস্য নিহত হয়েছেন। হামলা হুতি নিয়ন্ত্রণাধীন এলাকায় সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত কর্মশালার সময় সংঘটিত হয়। তবে নিহত মন্ত্রিসভার সদস্যের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।
হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাশাত এক ভিডিও বার্তায় বলেন, আমরা প্রতিশোধ নেব এবং ক্ষতের গভীর থেকে বিজয় অর্জন করব।
আরো পড়ুন : ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কঠোর পদক্ষেপ
ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায়। এটি গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ও হুতিদের হামলার জবাবে সংঘটিত হয়েছে। হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলরত ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল। এরপরই ইসরায়েল কয়েক দফায় হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।
এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পূর্ণাঙ্গ অভিযান শুরু করার আগে ইসরায়েলি সেনাবাহিনী খাদ্য সহায়তার এয়ারড্রপ স্থগিত এবং ত্রাণ ট্রাকের প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে।